আমাদের কথা খুঁজে নিন

   

কি সৌভাগ্য বাংলাদেশবাসীর -আপনারা সবাই মাথার ঘাম পায়ে ফেলুন রোজগার করুন আর আপনার রোজগারের টাকায় রাজাকারের বাদশা কে বসিয়ে বসিয়ে খাওয়ান।

সত্যি কি সৌভাগ্য বাংলাদেশবাসীর - আপনারা সবাই মাথার ঘাম পায়ে ফেলুন রোজগার করুন আর আপনার রোজগারের টাকায় রাজাকারের বাদশা কে বসিয়ে বসিয়ে খাওয়ান। খাওয়ান যত পুষ্টিকর খাদ্য - দুধ,ঘি,মাখন,পনির,ডাবের জল,মাছ-মাংস-ডিম, পোলাও-বিরিয়ানি, আপেল-আংগুর, বেদানা-নাসপাতি, মিনারেল ওয়াটার । পড়ান দেশের নং১ যত সংবাদ পত্র, লুংগি-পাজামা-কুর্তা, সুর্মা। মাখান লাল মেহেদি, আতর । ঘর ঠান্ডা করতে রাখুন ওয়ালটন এ-সি, দেখান চ্যানের ওয়ান ।

যতই হোক - অথিতি দেব: ভব: । বাড়িতে অনেক দিন মাংস রান্না হ্য় নাই, পকেট খালি বলে- বাড়িতে অনেক দিন বিরিয়ানি-পোলাও খাওয়া হ্য় নাই, বাচ্ছার আবদার মেটাতে পারি নাই। পকেট খালি বলে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টলতে টলতে বাড়ি ফিরে কলমিশাকের ঘন্ট দিয়ে ভাত খেয়ে বিড়ি পাইনাই - পকেটে টান বলে । জমিতে ধান হয় নাই বানের জলে ডুবে সব পচে গেছে , আরে ভাই যাক না সরকারকে ফিরিয়ে দাও নাই - দু-কর ভরে কর দিয়েছ।

যাক না আরে ভাই কহি বাত নেহি - গো-আজম কে খাওয়াতে পারছি । এ আমাদের সৌভাগ্য। কিন্ত যে ঘরে ছেলে কাঁদছে- তারেই খাওয়াতে পারছি না। আরে ভাই থাক না ও পড়ে খাবে , বড়ো হলে অনেক খাবে । আরে ভাই যতই হোক- এ আমাগো সাত রাজার ধন এক মাণিক বলে কথা।

পাড়া-পড়শি বলছে আহা বুড়োটা আর ক-বছর বাঁচবে - আমরা না হয় না কয় দিন না খেয়েই বাঁচবো (মরবো) । বেচারা দুটো খাবে - তাতে আর এমন কি ? মনে করুন বাড়িতে তোমার জ্যাঠামশাই এসেছেন । তাছাড়া - বাংগালী অথিতি পরায়ণ - না খাইয়া পরে খাওয়ায়, এহেন বদনাম হো যায়েগী না । কুছ পরোয়া নেহি ভাই - খিলাও উনকো । কিন্তু বাদশার কি তাতে মন ভরবে ? আরে ভাই সেটা না হ্য় কিছুদিন দেখবো - [sb" এটা খাবেন, সেটা খাবেন - সব লাগবে বিদঘুটে টান মেরে ফেল দেবেন একটু খাবার খুঁটে, না্য়েব অনেক ভেবে বলবেন হুজুরের প্রতি- কি খাদ্য চাই কি সে খেতে উত্তম অতি ? . নায়েবের অনুরোধে গো-আজম চারিদিক দেখে নিয়ে বার বার হাসবেন ফিক ফিক, তারপর বলবেন, বলা ভারি শক্ত, সবচেয়ে ভালো খেতে বাংগালীর রক্ত " ।

[/sb দিকে দিকে প্লাকার্ড,ব্যানার,ফেস্টুন ঝুলিয়ে দিন । তাতে লিখুন সাহায্য চাই- মুক্ত হস্তে দান করুন। এগিয়ে আসুন সবাই। মা-বোনেরা গলার হার,কানের দুল, দুলা-ভাইরা হাতের তাবিজ-আংটি দান করে দিন ঝুলিতে । দাদা-ভাই রা ওভার টাইম করুন - বাড়তি রোজগার করুন আর মহামান্য বাদশার সেবা করুন ।

এগিয়ে আসেন সবাই - ওগো, আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো। কি ভাই রাজী তো ? তবে এক্ষুনি আসেন আর দেরি করবেন নি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.