আমাদের কথা খুঁজে নিন

   

ভাবমূর্তি বাড়াতে সাগরতলে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার সাগরতলে এক অভিযান চালান। ১৯ শতকে ফিনল্যান্ড উপসাগরে ডুবে যাওয়া রাশিয়ার একটি রণতরীর ধ্বংসাবশেষ পরিদর্শনে একটি ক্যাপসুলে চেপে সাগরতলে যান ৬০ বছর বয়সী সাবেক এই কেজিবি চর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হারানো ভাবমূর্তি ঝলকে তোলার অংশ হিসেবে অভিনব এই কাজ করেছেন পুতিন। এর আগে এ ধরনের চমকপ্রদ ঘটনা ঘটিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।
তৃতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন পুতিন।

২০১১-১২ সালে তাঁর বিরুদ্ধে রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়। এতে প্রভাবশালী এই নেতা ভাবমূর্তির সংকটে পড়েন। ভাবমূর্তি বাড়াতে এখন চমক সৃষ্টি করার মতো কাজ করে যাচ্ছেন পুতিন।
সাগরতলে যেতে একটি ক্যাপসুলে ওঠেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তাঁর পরনে ছিল কালো জ্যাকেট, নীল জিনস ও সাদা স্পোর্টিং শু।

ডুবে যাওয়া রণতরীর ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে প্রায় ২০ মিনিট পর সাগরতল থেকে ওপরে উঠে আসে ক্যাপসুলটি।
রাশিয়ার ডুবে যাওয়া নৌতরী নিয়ে গবেষণা করছে দেশটির জিওগ্রাফিক সোসাইটি। নিহত নাবিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। এভাবে সাগরতলে যাওয়ার ব্যবস্থা করার জন্য জিওগ্রাফিক সোসাইটির কর্মকর্তাদের প্রশংসা করেন পুতিন।
এর আগে দাবানল নেভাতে একবার বৈকাল হ্রদে নেমেছিলেন পুতিন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.