আমাদের কথা খুঁজে নিন

   

অভিসার

এমন মানবসমাজ কবে গো সৃজন হবে।যে দিন হিন্দু-মুসলমান, বৌদ্ধ -খৃষ্টান জাতি গোত্র নাহি রবে। ঝোপঝাড়-অন্ধকার, তারি ফাঁকে ছড়ানো জোছনা, গায়ে পড়ে কেমন ঝাঁঝরি কাটে ! আধেক দেখি তোমায়, আধেক দেখি না । শাড়ি পছন্দ তোমার, দেখো কি পড়েছি, টকটকে লাল শাড়ি! আর টিপ আর চুড়ি । দেখো, দেখতে পাও আমায়? চোখ বন্ধ কর, দেখো_ জোছনায় ভিজে কাজল ধুয়ে গেছে, দেখো, দেখো এখনো চোখ ভেজা । সিঁদুর ? চাই না । গোধূলি রাঙিয়েছি তাই । আধেক বুঝি তোমায়, আধেক বুঝি না । আধেক বুঝি আমায়, আধেক বুঝি না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।