www.shopnopuri.net
_______আমাদের অভিসার_____
বন্ধু,তোমা্য আজ সাজিয়ে দেব,মনের আবির তুলে।
প্রিয়া, তোমায় নিয়ে নাও ভাসাব,মন্দাকিনির জলে।
চাঁদের আলো মনে মিশে,মন হয়েছে রুপালী।
আজকে তোমার মন বাগানে ফুটুক জুঁতি-শেফালী।
আজ তোমার চোখের গল্প-কথায়,এ মনে নওবত বাজবে।
না হয় হাসিতে ঐ মুখ রাঙ্গিয়ে,আমার প্রিয়া সাজবে।
লিলুয়া বাতাসে উড়বে প্রিয়ার কাজল কালো রেশমি চুল,
আমি সেই চুলে আজ গুজে দেব সদ্য ফুটা জবা ফুল।
শেষ বিকেলে অশ্বত তলে,জ্বালিয়ে দিয়ে বাতি,
মন দু`খানি শুদ্ধ করে মোরা হয়ে যাব সাথী।
ভয় নেই আর কালনাগিনীর,তুললে তুলুক ফণা,
মরলে প্রেমের সাক্ষী রবে ধরার সকল ধুলি কণা।
এক মুঠো নীল জোৎনা নিয়ে, আজ আমার কাছে এসো,
মন পাখিটার বাঁধন ছিড়ে,তুমি আমায় ভালবেসো।
আমিও প্রিয়া রাখব সাজিয়ে,তারার বুকে বাসর,
তোমার আমার স্বপ্ন কথায়,অশ্রু হবে ধূসর।
০৪/০৫/০৯ ইং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।