মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
শশী আজ সেজেছে
মনের মাধুরী মিশিয়ে
অনেকদিনের বিরহের পর আজ
আবার এসেছে তার প্রিয়ে।
ধূপছায়া মেঘ এসেছে
মেঘের রথে চড়ে।
এই মিলনের আনন্দে
তরঙ্গরাশি আজ উত্তাল হয়েছে।
দখিনা পবন,
বনে বনে নাচছে মাতাল সমীরে।
মাধবী রাত গাইছে আজ গুনগুন সুরে।
আজ অনেকদিন পর আবার তাদের মিলন হবে।
অবগুন্ঠন তুলে অভিসারিকা শশী দুরুদুরু বুকে নিজের সৌন্দর্য বিকিরণ করে চলেছে। আর মেঘ আসছে ধীরে ধীরে তাকে আচ্ছন্ন করতে। না থাক, এর পর আর কল্পনাকে উঁকি ঝুঁকি মারিয়ে কাজ নেই।
পূর্ণিমা হলেই কেন যেন আমি আর স্থির থাকতে পারিনা। মনে হয় ঐ যেন বাজছে মোহিনী সুর। কিন্তু কোথায় সে অধরা সুর? আর কতটা পথ হাটলে মিলবে তার দেখা! তবে যদ্দিন না হচ্ছে তদ্দিন না হয় মেঘের এই গোপন অভিসারই চলুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।