চোঁখ গেল, চোঁখ গেল বলে ডেকে উঠলো পাখিটি
বঁধু, সে কি বলে গেল তোমার মনের কথাটি।
প্রানে তোমার হাহাকার জানি, মোর সঙ্গ লাগি;
তবু চোখে কেন লজ্জা ?
দেখো না, চাঁদটি এখনো আছে জাগি।
আজ নীল-ছাপিয়া এসেছে আলোর জোয়ার;
বঁধু, এখনি বন্ধ করোনা মনের দুয়ার।
প্রেমের দোলায় দোলাবো তোমায়
ঘুমন্ত যৌবন জেগে উঠুকনা
আরেকবার....
কেন করছো ছল তনুমন ভরে
ভেঙে ফেলো লজ্জা দুয়ার;
প্রিয় আমার।
ধরনী আজ সেজেছে দেখো
অভিসার রূপ সাজে।
আঁকাশের তারা সম নয়ন দুটি তোমার,
চুপি চুপি চুম্বনের ব্যথা বাজে।
সখী তুমি, প্রিয়া তুমি
তুমি আমার প্রেমের রানী।
প্রেমের নাগরদোলায় দুলতে যে চাই
সাথে লয়ে তোমায়;
চুমু খেয়ে তোমার অরূপ কপোলখানি।
তবু কেন এতো লাজ তব।
চাঁদকে লজ্জা পাও?
বঁধু, আমি মেঘেদের বলে দিবো
চাঁদের চোখে খানিকের তরে
ছায়া পড়িয়ে যাও ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।