পাশের বাড়ির ব্যালকনিতে দাড়িয়ে থাক মিস্টি হেসে আমি দেখি তোমায় চেয়ে গভীর প্রেমের দৃষ্টি দিয়ে অমাবস্যার আঁধার ভেবে সদাই করি ভুল তোমার মাথায় ঘন দীঘল কালো চুল সেগুলো দিয়ে বাঁধা খোঁপা সেই খোঁপাতে রক্ত জবা চোখদুটি তোমার কাজলকালো তোমার চেহারায় সূর্য আলো তোমার ঠোটে হাসি ফুটে তোমার বুকে কাঁপন উঠে তোমারখোপায় গোলাপ গুজা আমার মনে স্বপ্ন বোনা তুমি আমার প্রাণ ভোমরা আমার সুখের কামনাধারা আমি তোমায় পাগলপারা মনটা যে তাই দিশেহারা সত্যসঠিক প্রেমিক যারা তারা মুক্ত বাধন হারা তুমি পাশের ব্যালকনিতে মুক্ত সুখের কামনাতে মুক্ত ঝরাও সুখের স্রোতে দারুণ খুশি আমি তাতে বাসর গড়ি কল্পনাতে বধুর সাজে তুমি তাতে হাত তুলে দাও আমার হাতে ব্যকুল আমি প্রেম ছোয়াতে রেখেছি দুহাত তোমারই হাতে তোমার প্রেমের মধুর ছোয়ায় বাসি ভালো মুগ্ধ মায়ায় সুখি আমি তাই তোমায় পাওয়ায়। ভাসি মোরা তাই মধুর সুখে বুকটি রেখে তোমার বুকে মধুর রসে তোমার ঠোটে প্রেম-যমুনার পদ্ম ফুটে ঈষাণ কোণে সূর্য ওঠে আনেন্দে তাই পুষ্প ফুটে পাখিরা সব জেগে ওঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।