আমাদের কথা খুঁজে নিন

   

অনিশ্চয়তার নিশ্চিত চাকরি!

পিনপতন নিস্তধ্বতা অন্তর্জাল থেকে কাগজে...এডিটিং বক্স থেকে প্রেসে প্রেসে...প্রেস থেকে বাকসে বাকসে। আমরা সাংবাদিক, অনিশ্চয়তার নিশ্চিত চাকরি! আমি অবশ্য পুরোদস্তুর সাংবাদিক হতে পারিনি। হওয়ার আগেই এই অনিশ্চয়তার চক্রে পড়ে বসে বসে ভাবছি সাংবাদিক হবো না অন্য কিছু? শীর্ষ নিউজের প্রকাশনা আপাতত বন্ধ, তাই আমার সাংবাদিকতাও আপাতত বন্ধ। যেদিন থেকে শীর্ষ নিউজ আমিও সেদিন থেকেই সাংবাদিক। তাই শীর্ষ নিউজ আমার কাছে সংবাদমাধ্যমের চেয়েও বেশি পাঠশালা।

অধিকাংশ সাংবাদিকের মত ছোটবেলা থেকে টুকটাক লেখালেখির অভ্যাস ছিলো। সেই অভ্যাস থেকে ঘটনাক্রমে একদিন পত্রিকায় শীর্ষ নিউজের কর্মী চাই বিজ্ঞপ্তি দেখে পাঠিয়ে দিলাম আবেদন। ১ আগস্ট ২০০৯ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে আমার সাংবাদিকতা শুরু। ২০১১ এর ২১ আগস্ট রাত থেকে সেখানে কমা, সেমিকোলন হয়ে এখন দাড়ির দিকে যাচ্ছে। মাস্টার্স শেষ হতে এখনো একবছর বাকি।

চাইলেই অন্য কোন ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করতে পারি। কিন্তু সাংবাদিকতার জন্য লেখালেখির একটা সুস্থ্য অভ্যাস তৈরি হয়ে গিয়েছিলো। টুকটাক লেখা হতোই। অন্য কোন চাকরিতে গেলে সেটা আর হবেনা হয়তো। অনিশ্চয়তার নিশ্চিত জীবন নাকি নিশ্চিত স্বপ্নহীন জীবন বেছে নেবো সেটাই ভাবছি।

সাংবাদিকতার চাকরিতে অনিশ্চয়তা তো আছেই। সেই সাথে নতুন নতুন টিভি চ্যানেল, পত্রিকার বদৌলতে হাউজে হাউজে শুরু হয়েছে রাজনীতি। এই গ্রুপ,সেই গ্রুপ। এর লোক,তার লোক। আজ এই সম্পাদকের সাথে মালিকপক্ষের বণিবনা হচ্ছেনা,কাল থেকে ছুটিতে পরশু থেকে আবারও পুরোনো পক্ষের সাথে যোগাযোগ,কিছু মেনে,কিছু ছেড়ে আবার পুরোনো পদে।

নইলে নতুন কোন ঠিকানায়। সাংবাদিকতার নিয়তি তো এটাই। এ নিয়তি না মানলে মামলা,রিমান্ড,জেল। এতকিছু ভাবতে ভাবতে কিবোর্ড থেকে হাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে। কমে যাচ্ছে বাংলা টাইপের স্পিড, ধূলো জমছে অক্ষর,চিহ্নগুলোর ভাঁজে ভাঁজে।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.