শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) ইংরেজি প্রথম পত্র এবং জুনিয়ার দাখিল সার্টিফিকেটে (জেডিসি) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা ১টা পর্যন্ত।
এবার জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন।
গত ৪ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের হরতালের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।
৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আর জেডিসিতে ৪ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
নির্দলীয় সরকারের দাবিতে ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে এই হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দেলীয় জোট।
ফলে পরীক্ষা শুরুর আগের দিন সূচি বদলাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৪ নভেম্বরের পরীক্ষা হবে ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে। আর ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে।
গত বছর জেএসসি-জেডিসিতে ১৯ লাখ আট হাজার ৩৬৫ জন অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে পাঁচ হাজার ৬১৯ জন।
এ বছর দুই হাজার ৪২০টি কেন্দ্রে ২৭ হাজার ৭৪৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। এর মধ্যে আট লাখ ৯৫ হাজার ৯১ জন ছাত্র এবং ১০ লাখ সাত হাজার ৬৫৫ জন ছাত্রী।
বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া এবার অন্য বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে।
শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক রাখার সুযোগ পাচ্ছে।
জেএসসিতে উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হবে, আগে বৃত্তির জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো।
২০১০ সাল থেকে জেএসসি ও ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা নেয়া হচ্ছে।
হরতালের কারণে এবছরের এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।