আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমাদের মুল্যবোধ

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

আমেরিকার সবচাইতে বড় মিত্র ইসরায়েল, কেননা ওখানটাই গনতন্ত্র সবচাইতে চর্চিত হয়। শিক্ষিত মানুষজনের সংখ্যাও বেশি এবং ঐদেশটির জনগন পশ্চিমাদের মুল্যবোধের সাথে সহমত পোষন করে। অথচ ইসরায়েল রাষ্ট্রটর জন্মটা কি গনতান্ত্রিকভাবে ঘটেছিল? আমরা যতদুর জানি ইউরোপে বসবাসকারী ইহুদিদের জায়গা করে দেয়ার জন্য ফিলিস্থিনীদের ভুমি জোর করে কেড়ে নেয় ব্রিটিশরা। এর আগে শত শত বছর ধরে ইউরোপীয়ানদের হাতেই সবচাইতে নিগৃহীত হয়েছিল ইহুদিরা। এক হিটলারের হাতেই মারা পড়েছিল লক্ষ লক্ষ ইহুদিরা।

সোভিয়েত ইউনিয়ন এবং পুর্ব ইউরোপেও ইহুদি নিধন করা হয়। যাতে ঐসব দেশের জনগনের অংশগ্রহন ছিল। এরও অনেক আগে মুসলমানদের শাসনামলের অবসান ঘটালে স্পেনে রানী ইসাবেলা আর রাজা ফার্নিনান্দের আদেশে দুই মাসের মধ্যে ইহুদিদের স্পেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অনেককে মেরে ফেলা হয় এমনকি খ্রীষ্ট ধর্ম গ্রহন করার পরও। পর্তুগাল থেকেও ইহুদিদের বিতাড়িত করা হয়।

ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর একে সামরিকভাবে শক্তিশালী করে তোলে আমেরিকা। কেননা মধ্যপ্রাচ্যের তেলের উপর লোভের নজর ছিল পশ্চিমাদের। একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজতন্ত্রকে জিইয়ে রাখে দেশগুলোকে তাবেদার বানিয়ে রাখা অন্যদিকে ইসরায়েলকে সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসাটা ছিল আমেরিকার নীতি। এমনকি পশ্চিমাদের গোচরে থেকেই ইসরায়েলিরা পারমানবিক বোমা বানাতে সক্ষম হয়। কিছুদিন আগে দেয়া জিমি কার্টারের বক্তব্য মতে ইসরায়েলের হাতে ১৫০টি আনবিক বোমা আছে।

অথচ গত বছররের সেম্টেম্বরে পারমানবিক স্থাপনা সন্দেহে সিরিয়া একটি জায়গা বোমা মেরে উড়িয়ে দেয় ইসরায়েল। এরও অনেক আগে ইরাকেও বোমা মেরে কথিত পারমানবিক স্থাপনা উড়িয়ে দেয় ইসরায়েল। এখন আবার ইরানকে এক ঘরে করার পরিকল্পনায় মত্ত ইসরায়েলিরা। এছারা গত কয়েকদশক ধরে ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের করুন দশার কথা আমরা সবাই জানি। এতকিছুর পরও পশ্চিমাদের চোখে ইসরায়েল একটি আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্র।

কেননা তারা পশ্চিমাদের গনতান্ত্রিক মুল্যবোধের কথা বলে ও মেনে চলে। যে মুল্যবোধে মানুষকে সবচাইতে লিবারেল বা মুক্ত করার কথা বলা হয়। মানুষকে মুক্তভাবে কথা বলার সুযোগ দেয়া হয়। সবাই সবকিছু মুক্তভাব জানতে পারে। ইরাকে নিরীহ একজন ইরাকি যখন মার্কিনীদের বন্দীশালায় নির্যাচিত হয় তাও মানুষ জানতে পারে আবার পৃথিবীর অন্য কোথাও যখন অন্য কোন স্বৈরশাসক মার্কিনীদের সহায়তায় নিজের জনগনকে মারে তাও জানতে পারে।

এই মুল্যবোধকে জাগিয়ে তুলতেই ইসরায়েলীরা ফিলিস্থিনিদের ভুমি দখল করে নেয়, ফিলিস্থিনিদের অবরোধ করে, ফিলিস্থিলি শিশু নারীদেরকে হত্যা করে এবং তা করে সারা বিশ্বকে জানান দিয়ে। তারপরও ফিলিস্থিনিরা হয় টেরোরিস্ট আর ইসরায়েল মর্যাদা পায় আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.