"...ইন দ্যা মিডেল্ অভ সেপ্টেম্বর, সামারস্ নেভার লুক দ্যা সেইম" মহাশূন্যযানে পরিভ্রমণরত নভোচারীরা তাদের প্রস্রাব পরিশুদ্ধ করে তৈরি পানি পান করেছেন! আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনের নভোচারীরা বুধবার প্রথমবারের মতো এ ঘটনার উদ্বোধন করেন। বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত এ পানি এক চুমুক পান করে যুক্তরাষ্ট্রের নভোচারী মাইকেল ব্যারাট উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠেন, দারুণ স্বাদ, তুলনাই হয় না! প্রক্রিয়াজাত এ পানির বোতলের গায়ে লেখা, প্রাকৃতিক পানি যখন আপনার নাগালের বাইরে, তখন এটা পান করুন। চাঁদ ও মঙ্গলে পরিভ্রমণরত নভোচারীদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ দুরূহ হওয়ায় নাসার বিজ্ঞানীরা প্রস্রাব পরিশুদ্ধ করে পানিতে রূপান্তরের এ গবেষণা শুরু করেন। মহাশূন্য স্টেশনের ল্যাব ম্যানেজার ম্যারিবেথ এডিন বলেন, মহাকাশযানের ছয়জনের প্রস্রাব থেকে ছয় ঘণ্টায় ছয় গ্যালন পানি তৈরি করা সম্ভব। পরিশেষে আমার মন্তব্য : এই বুঝি দেখা বাকী ছিল !!?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।