আমি একজন কল্পবিলাসী মানুষ । জীবনের বন্ধুর পথে হেটে চলেছি লক্ষ্যে পৌঁছাবো বলে । এ পথচলায় আমার স্বপ্নগুলোই আমার প্রেরণা । পথের সঙ্গী হিসেবে আছে আমার গিটার । স্বপ্নগুলোকে গিটারের ছয়টি তারে বাঁধার চেষ্টার জীবন কেটে যাচ্ছে............ বাঙালি তুই কি আমার বোন ফেলানীকে ভুলে গেছস? সেই ফেলানী যে ঝুলে ছিল কাটাতারে ।
তোদের তো ভুলে যাওয়ারই কথা । কারণ ফেলানী তো তোদের বোন না, তোদের বোন মুন্নি আর শিলা । আমার বোনের ঝুলন্ত লাশ দেখে যখন আমার রক্ত টগবগ করে ফুটেছে তখন তোরা তোদের বোন মুন্নি আর শিলার উদ্দাম নাচ দেখে তোরা মজা লুটেছিস.....
তোদের কি একবারও মনে পড়ে না ৭ জানুয়ারির সেই সকাল যখন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মই দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙানোর সময় খুব কাছ থেকে ঠাণ্ডা মাথায় গুলি করে ফেলানীকে হত্যা করেছিল বিএসএফ এর শুয়োরের বাচ্চারা । গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটাতারে ঝুলতে থাকা আমার বোন 'পানি পানি' বলে চিত্কার করেছে । সেই চিত্কার তোদের কানে পৌঁছায় নি ।
কারণ তোদের কানে তখন "ছাম্মাক ছাল্লো" বেজেছে ।
ফেলানীর লাশ কাঁটাতারের ওপর পাঁচ ঘণ্টা ঝুলে ছিল । বাংলাদেশ ও ভারতের সীমান্তবাসী এই করুণ দৃশ্য দেখেছে। তোরা তা দেখস নাই । কেমনে দেখবি, তোরা তো
স্টার জলসা আর প্লাস দেখতে ব্যস্ত ।
কোন বাংলাদেশি তরুনী মরল না মরল তা জানার চেয়ে টাপুরের সংসারের কি হইল তা জানা তোদের কাছে বেশি গুরুতপূর্ণ ।
শুধু ফেলানী না, প্রতিনিয়ত আমার ভাই-বোনকে সীমান্তে কুকুরের মত গুলি করে
মারা হচ্ছে । ২০০৭ থেকে ২০১০ পর্যন্তই বি,এস,এফ এর গুলিতে মারা যায় ৩১৫
জন বাংলাদেশী । গত দুই বছরে এইসংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে । কিন্তু সেইটা তো তোর চিন্তার বিষয় না, তোর চিন্তার বিষয় হইল সালমান আর শাহরুখের মধ্যে কে সেরা নায়ক ।
তুই কি খোঁজ রাখস পৃথিবীর সবথেকে বেশি বর্ডার কিলিংগুলো
কোথায় ঘটে? না ইসরাইল-ফিলিস্তিন সিমান্তে নয়, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুসারে পৃথিবীর সবথেকে বেশি সীমান্ত হত্যা হয় বাংলাদেশ-ভারত
সীমান্তেই ! এই খোঁজ তুই রাখবি ক্যান, তোর তো জানা দরকার ইন্ডিয়া ক্রিকেট টিমের খবর ।
এই সব খবরে তোর কোনকিছু যায় আসে না । কারণ তুই
বাংলাদেশী না, তুই বাঙালি নামধারী ভারতীয় দালাল । বাংলাদেশীদের মৃত্যু তোদের মাথা ব্যাথার বিষয় না, সরকারেরও না । তোদের সত্ত্বা তোরা লিজ দিছস ইন্ডিয়ার কাছে ।
কিন্তু ফেলানীদের মৃত্যুতে আমার জ্বলে । তাই তোর মত বাঙালির মুখে প্রস্রাব করতেও আমার ঘেন্না করে
###ইন্ডিয়া নিয়ে আরেকটা পোস্ট দিয়েছিলাম । ঐটা পড়তে Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।