এই পথে আলো জ্বেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে ঐ দূরে বাগানে
কার বেহালা কেঁদে কেঁদে চলছে,
ডাক আসে।
গোপন বাগান থেকে ডাক আসে,
সেখানে বেজে ওঠে অচেনা করুণ সুর,
ঝড়া পাতারা দুমরে-মুচড়ে যায়,
চাঁদ নেই বলে নদীও রূপালী আয়না হয়ে ওঠে না।
গোপন বাগান
বেহালার ছড়া সেখানে অস্ত্রোপচার চালায়,
বাগানে চলে মুগ্ধতা আর বিভ্রমের সহবাস,
নেই রাগমোচনের ক্লান্তি,
মায়ারা সেখানে ছলনা করে না।
গোপন বাগানে এসো।
কুয়াশার পেছনে লুকিয়ে লুকিয়ে,
নিজেকে হারিয়ে বেহালার কাছে,
নীরব আত্মসমর্পনে।
গলায় দলা-পাকা কান্নারা
ডুকরে উঠুক।
আঁধারে কুয়াশারা ঢেকে দিক বেহালা-বাদককে,
গোপন বাগানে অন্ধতার
একান্ত দরকার।
খসড়া কবিতা ১০ সেপ্টেম্বর ২০১১
..................................................................................
সিক্রেট গার্ডেন আমার প্রিয়তম ইন্সট্রুমেন্টাল। বেহালার সাথে পিয়ানোর কম্পোজিশন সেখানে মূখ্য। একটু সময় থাকলে শুনে দেখুন ...
ঐ দূরে বাগানে
কার বেহালা কেঁদে কেঁদে চলছে,
ডাক আসে।
গোপন বাগান থেকে ডাক আসে,
সেখানে বেজে ওঠে অচেনা করুণ সুর,
ঝড়া পাতারা দুমরে-মুচড়ে যায়,
চাঁদ নেই বলে নদীও রূপালী আয়না হয়ে ওঠে না।
গোপন বাগান
বেহালার ছড়া সেখানে অস্ত্রোপচার চালায়,
বাগানে চলে মুগ্ধতা আর বিভ্রমের সহবাস,
নেই রাগমোচনের ক্লান্তি,
মায়ারা সেখানে ছলনা করে না।
গোপন বাগানে এসো।
কুয়াশার পেছনে লুকিয়ে লুকিয়ে,
নিজেকে হারিয়ে বেহালার কাছে,
নীরব আত্মসমর্পনে।
গলায় দলা-পাকা কান্নারা
ডুকরে উঠুক।
আঁধারে কুয়াশারা ঢেকে দিক বেহালা-বাদককে,
গোপন বাগানে অন্ধতার
একান্ত দরকার।
খসড়া কবিতা ১০ সেপ্টেম্বর ২০১১
..................................................................................
সিক্রেট গার্ডেন আমার প্রিয়তম ইন্সট্রুমেন্টাল। বেহালার সাথে পিয়ানোর কম্পোজিশন সেখানে মূখ্য। একটু সময় থাকলে শুনে দেখুন ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।