আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেটেড পণ্য থাকলে বিজ্ঞাপন বাদ

পাইরেসির সঙ্গে জড়িত ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পদ্ধতির সুযোগে অর্থ উপার্জন করে অনেক পাইরেটেড সাইট।
বর্তমানে ইন্টারনেটের বহু ওয়েবসাইট পাইরেটেড সিনেমা, গান ও নকল সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দেয়। এর ফলে আর্থিক ক্ষতির শিকার হয় কন্টেন্ট নির্মাতারা। এভাবে পাইরেটেড সাইটগুলো স্বত্বাধিকার আইনও ভঙ্গ করে।


এর আগে অনেক প্রতিষ্ঠানই বিভিন্ন আইনি প্রক্রিয়ায় চেষ্টা করেছে পাইরেসি বন্ধ করতে। কিন্তু তাতেও বন্ধ হয়নি এসব কার্যকলাপ। এ জন্যই এবার নতুন ধরনের উদ্যোগ গ্রহণ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এখন কোনো সাইটে পাইরেটেড কন্টেন্ট পাওয়া গেলে সাইটটি থেকে বিজ্ঞাপন সরিয়ে নেবে বিজ্ঞাপনদাতারা।
এভাবে পাইরেটেড সাইটগুলোতে আর্থিক সমস্যা সৃষ্টি হলে পাইরেসি কমে আসবে, এমনটাই ধারণা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তবে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (এমপিএএ), যারা হলিউডি চলচ্চিত্রজগতের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে, তারা তেমন আশাবাদী নয় এতে। এক মন্তব্যে এমপিএএ জানিয়েছে, এ প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.