উইন্ডোজ নিয়মিত আপডেট করলে আপনার পিসিতে ১০ বছরেও উইন্ডোজ সেট-আপ দিতে হবেনা। কারন উইন্ডোজ আপডেটের সাথে সাথে কোনো ফাইল মিসিং হয়ে থাকলে সেটাও রিকভার হয়ে যায়। কিন্তু বাংলাদেশের প্রায় ১০০ % পিসিতে পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করা হয়। পাইরেটেড উইন্ডোজ আপডেট করলে সাধারনত ধরা খেয়ে যাবেন। তখল উইন্ডোজ ডেস্কটপ কালো হয়ে যাবে এবং বারবার দেখাবে "আপনার উইন্ডোজ টি পাইরেটেড" ।
একটু চালাকি করলেই আপনি আপনার উইন্ডোজ নিয়মিত আপডেট করতে পারেন। মাইক্রোসফটের বাবাও ধরতে পারবেনা।
১। প্রথমে আপনার পিসিতে অটোমেটিক আপডেট অন করুন।
২।
চেক ফর আপডেট নাউ এ ক্লিক করুন।
৩। আপডেট ইন্সটল করুন।
৪। এবার ইন্সটল আপডেট এ ক্লিক করুন।
৫। দেখুন KB971033 আপডেট হয়েছে কি না।
৬। KB 971033 ইন্সটল না হয়ে থাকলে পিসি রি স্টার্ট দিন।
৭।
ইন্সটল হয়ে থাকলে আন-ইন্সটল করুন।
৮। এবার আবারো চেক ফর আপডেট দিন।
৯। দেখবেন ইম্পরটেন্ট আপডেটের লিস্ট আসবে ওখান থেকে KB 971033 খুজে বের করে মাউস এর রাইট বাটনে ক্লিক করে হাইড করে দিন।
১০। এবার মনের মাধুরি মিশিয়ে আপডেট করতে থাকেন । একবারই এটা করতে হবে। পরবর্তিতে অটোমেটিকেলি উইন্ডোজ আপডেট অন করে রাখবেন তারপর যা করা উইন্ডোজই করবে।
এনজয় !!!!!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।