সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
পাইরেটেড উইন্ডোজ সেভেন যারা ব্যবহার করছেন তাদের কাছে নিচের ছবিটি খুবই পরিচিত। কোন কারনে যদি সেভেনকে একটিভেটেড করতে না পারেন (সেটআপের ৩০দিন পর)অথবা উইন্ডোজ সেভেন এর ভ্যালিডিটি আপডেট চেকার (KB971033) কোনভাবে পিসিতে ইনস্টল হয়ে যায় , তখনই ডেক্সটপ ওয়ালপেপার কালো হয়ে যাবে এবং স্ট্যাটাস বারের উপড়ে ডান পাশে দেখাবে উইন্ডোজ জেনুইন না।
এজন্য উইন্ডোজ সেভেন এ উইন্ডোজ আপডেটের সময় KB971033 থেকে সাবধান থাকবেন। এজন্য Start Menu থেকে Windows Update এ ক্লিক করুন।
এবার check for update এ ক্লিক করুন। দেখুন যেসব আপডেটরগুলি দেখায় সেখানেUpdate for Windows 7 (KB971033) আছে নাকি? যদি থাকে তাহলে নিচের ছবির মত করে Update for Windows 7 (KB971033) এর রাইট ক্লিক করে hide update এ ক্লিক করুন, তাহলে আর ইন্সটল হবে না কখনও এই আপডেট পিসিতে।
আর যদি ইনষ্টল করেই ফেলেন না জেনে, তাহলে Control Panel –> Programs –> View installed Updates
এবার Search করুন “Update for Windows 7 (KB971033)” যদি পেয়ে যান, তাহলে Right click করে Uninstall করুন। আশা করি তাহলে উইন্ডোজ সেভেন আবারও ব্যবহার করতে পারবেন।
ছবিঃ নেট থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।