থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র ফাহিমুর রহমান শায়ান (২৮) গতকাল মঙ্গলবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে চকরিয়ার ফাসিয়াখালির বেন্দি বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি উল্টে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই শায়ানের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন শায়ানের ছোট মামা সৈয়দ গোলাম পিউ ও এনামুল কবির নামে স্থানীয় একজন সাংবাদিক। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সহকারী একান্ত সচিব (এপিএস) মিজান ইত্তেফাককে বলেন, ছোট মামা ও স্থানীয় একজন সাংবাদিককে সঙ্গে নিয়ে শায়ান কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন। পথের মধ্যেই রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, কালো রঙের একটি নোয়া মাইক্রোবাস শায়ান নিজেই চালাচ্ছিলেন। আর ওই মাইক্রোবাসে আরোহী ছিলেন তার মামা ও একজন সাংবাদিক। ফাসিয়াখালির বেন্দি বাজার এলাকায় একটি কুকুর মাইক্রোবাসের সামনে এলে শায়ান কুকুরটিকে বাঁচাতে সাইড করলে মাইক্রোবাস উল্টে আগুন ধরে যায়।
স্থানীয় লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে। ততক্ষনে ঘটনাস্থলেই শায়ানের মর্মান্তিক মৃত্যু হয়। অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বছর দু’য়েক আগে শায়ান বিয়ে করেন।
তার ৬ মাসের একটি সন্তানও রয়েছে। শায়ানের লেখাপড়া এখনও শেষ হয়নি বলে জানান নানকের এপিএস মিজান। তিনি বলেন, লেখাপড়ার ফাঁকেই শায়ান পরিবারের ব্যবসা বানিজ্য দেখাশোনা করতেন। মামাকে আনতে শায়ান কক্সবাজারে গিয়েছিলেন বলে জানা যায়। আহত সাংবাদিক এনামুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সুত্র: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।