সম্প্রতি ভারতে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন বেশ সাড়া জাগিয়েছে। এর আগে অবশ্য ধর্মগুরু রামদেব এ ধরনের আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু তিনি সমালোচিত হয়েছিলেন। কারণ তিনি নিজেই ছিলেন অগাধ সম্পত্তির মালিক। যদিও হাজারের আন্দোলন নিয়েও অনেকে অনেক মন্তব্য করছেন কিন্তু সুবিধা করতে পারছেন না।
আমি আসলে ভারতের কথা দিয়ে শুরু করলাম। কিন্তু ঠিক একই অবস্থা
আমাদের নয় কি? প্রতিটি ক্ষেত্রেই চুরি আর দুর্নীতি। কিন্তু আমাদের একজন আন্না হাজারে নেই। যে একা সকল অন্যায়ের প্রতিবাদ করবেন আর
আমরা সাধারণ মানুষ তাকে সমর্থন করব। আমাদের কোন খাত দুর্নীতি মুক্ত তা এটা প্রস্নের
বিষয়।
যোগাযোগ খাতে কত টাকা পকেটে গেছে
তার হিসাব নেই। যার ফলে রাস্তাগুলো প্রতি বর্ষাতেই নষ্ট হয়। সেই রাস্তা সারবার জন্য টাকা বরাদ্দ হয় আবার সেই টাকার বেশীরভাগ পকেটে ঢোকে। এভাবেই চলে আসছে। চাকরি নিতে ঘুষ , পুলিশকে ঘুষ
চিকিৎসা নিতে ঘুষ আরও আরও দুর্নীতি হচ্ছে।
সাধারণ জনগণ আর ধনীদের সাথে পা্থক্য বাড়ছে। ফলে তৈরি হচ্ছে বৈষম্য। ধনীরা একদিকে টাকার পাহাড় গড়ছে আর অন্যদিকে গরীবরা আরও গরীব হচ্ছে। আর আমাদের নেতারা বড় বড় বুলি ছাড়ছেন। আমাদের একজন মমতা নেই যিনি মন্ত্রের মত দেশের মানষকে বদলে দেবার চেষ্টা করবেন।
পায়ে হেঁটে হেঁটে আমাদের সমস্যা গুলো জিজ্ঞেস করবে্। আজ পরযন্ত দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ করা গেলনা। এদেশে মুল্য নির্ধারণ করেন বিজনেসম্যানরা। কিন্তু মধ্যবিত্তদের প্রাণ ওষ্ঠাগত এ খবর কে রাখে। সরকারী বেতন বাড়ার সাথে সাথে বেসরকারি চাকুরীজীবীদের বেতন কতটা বাড়ে? সব মিলিয়ে আমরা খুব কষ্টে আছি।
তুই দেখে যা নিখিলেশ..............। নচিকেতার সেই গানের লাইনটা মনে আছে? " এই মানুষই আবার যায় দিতে ভোট ফলাফলে , মানুষকে .............. বলা চলে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।