আমাদের কথা খুঁজে নিন

   

অনুভুতির অরণ্যে...

কিছুটা আমার কিছুটা তোমার.. মেলেনা তো কিছু এখন আর! অনেক দিন পর আজ আবার কোন চেনা পথে আমি হেঁটে চলেছি, একা? না তো,একা না,আমার সাথে তুমিও আছো তাই না? হুম,তাতো আছিই আমি সব সময়। আমার চলার পথে কেমন করে তুমি এসেছিলে তোমার মনে আছে? আমার কিন্তু সবই মনে আছে,সব... নাহ,তোমার মতো স্মৃতির রাজ্যে ঘুরে বেড়াই না আমার কাজ তোমাকে স্মৃতির পাথর সাজানো সেই পথচলা থেকে ফিরিয়ে আনা যাতে তুমি হোঁচট খেয়ে এখানেই আবার বসে না যাও। আমি জানি সেটা,কিন্তু আজ এখানে এসে,এই সবুজের ভীড়ে হারিয়ে খুব বলতে ইচ্ছে করছে, কি? বলতে ইচ্ছে করছে, আজ ভাবনারা সব হারিয়ে যাক,পেছনের কোন পাতায় হারিয়ে যাক সেই পাতা খানি কোন দূর অজানায়... আমার সব ছন্দ গুলো আজ দুলে উঠুক আপন মনে আমার হৃদয় আঙ্গিনায়,আমার কোন অচেনা সুরে মৌনতা আজ ছুঁইয়ে যাক শুধু আমায়,আমার হয়ে... তারপর? তারপর কি করবে? তারপর,আবার কোন একদিন এই নির্জন প্রান্তে এসে খুঁজে নেব আমার হারিয়ে যাওয়া সেই পাতা খানিকে যত্ন করে কুড়িঁয়ে তা রেখে দেব আমার স্মৃতির ভাঁজে তাকে কোনদিনও হারাতে দিব না আমি জানতাম... আমি জানতাম,তুমি সেই পাতাকে আবারো খুঁজে নিবে ঘুরে ফিরে তোমার ভাবনা সেই পাতার গায়েই লিখে রাখবে ভালোবাসার কালিতে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.