আমাদের কথা খুঁজে নিন

   

"অনুভুতির" অনুভুতি

একলা মানুষ মাতৃ গর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর, মধ্যে খানে বাকিটা সময় একলা না থাকার অভিনয় কিছু অনুভুতি অক্ষরে সাজান যায় না। কিছু অনুভুতি বেচে থাকার প্রেরণা। কিছু বাস করে হৃদয়ের অন্ধকার কুঠিরে যার, মৃত্যুর পূর্বে মৃত্যু হয় না। ভালবাসি বল যদি কাও কে অন্ধকারে নিজেকে লুকিয়ে রেখ না। হয়ত সে খুজে ফিরছে তোমাকে আঁখি পল্লবে প্রতিচ্ছবি দেখে না।

সময় ছুটে চলে, মহাদেশ থেকে মহাদেশের দূরত্ব বাড়ে খেয়া নৌকায় পাড়ি দেয়া আর যায় না। প্রাণ হীন প্রান্তরে থেকে যায়, রবির কিরণে ক্ষরা হয় হারিয়ে যায় পূর্ণিমার জোছনা। জীবনের নির্ঝাস গন্ধহীন মনে হয় যার কোন মূল্য আর থাকেনা। ভুলে যাওয়ার চেষ্টায় দগ্ধ হৃদয় অনুভুতির মৃত্য হয় না। **************************** জীবনের প্রথম কবিতা লিখার কারণঃ "শের শায়রী" ভাইয়ের আন্তরিকতায় বিমহিত হইয়া, "কান্ডারী অথর্ব" ভায়ের, গদ্য ও পদ্যে ঈর্ষণীয় প্রতিভা দেখিয়া , "একজন আরমান" ভায়ের, ব্লগের কবিতার সংগ্রহশালা কে আমি (কবিতা একটু কম বুঝি তাই)যাদুঘর বলছি।

আরমান ভাই বলে "হাসতেই আছি"। এতে আমি লজ্জিত হইয়া(মূল কারণ), "কালপরি" আফার, উদাসিনতা উপলব্ধি করিয়া, "শীলা শিপা" আফার প্রথম ভাল লাগা ছেলেটিকে প্রথমেই হারানোর কথা জানিয়া, কবিতা টি রচনা করিতে ব্রত হই। উৎসর্গঃ উপরে উল্লেখিত ব্যক্তি গনের কাও কে বঞ্চিত করলে মহা অন্যায় হইবে। আবার, এইটাও বিবেচনায় নিতে হচ্ছে যে, কবিতা আমার কাম্য নহে। জীবনে আর দ্বিতীয় টি লিখা হবে কিনা সন্দেহ রহিয়াছে।

অতএব, কবিতাটি "শের শায়রী", "কান্ডারী অথর্ব", "একজন আরমান", "কালপরি" ও "শীলা শিপা" কে, বিনা প্ররোচনায় উৎসর্গ করিলাম। সবিনয়ে নিবেদনঃ কবিতা হয়েছে কিনা আমি জানিনা। নবীণ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.