আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অসংলগ্ন অনুভুতির ক্রন্দন।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

আমার তো এমন কখনোই হয় না। আজ কেন হচ্ছে। কেন মনে হচ্ছে বেলা তো গড়িয়ে যাচ্ছে। আমি পাগলের মত লিখে যাচ্ছি। কেন, কেন লিখছি এসব? উদ্ভ্রান্তের মত এদিক ওদিক খুজছি কিছু।

আগে কেন খুজি নি? আমি যা লিখছি তার কোনই মানে নেই। আমি জানি। আমি জানি মানুষের জীবন পাওয়া আর না পাওয়ার গানিতিক গড়। কিন্তু এই পাওয়া না পাওয়া কে কেন আমি গুরুত্ব দিচ্ছি। আমি তো চঞ্চল প্রকৃতির, কিন্তু আজ আমার চঞ্চলতা থমকে আছে কেন? একটি আর্তনাদ বাতাসে ধবনিত হচ্ছে কেবল, “ কেউ ধর, সময়টাকে জাপটে ধর।

“ এই শীতের রাতেও আমি এক তীব্র উষ্ণতা অনুভব করছি। কিছু একটা আমাকে ভাবাচ্ছে। আমি তাকে গ্রহন করব নাকি ফিরিয়ে দিব তাও বুঝতে পারছি না। আমার চিন্তাগুলো জড়িয়ে যাচ্ছে এক ঘূর্ণিপাকে। সব পেতে ইচ্ছে করছে আমার সব।

আমি আর সহ্য করব না। অনেক করেছি আর না! আমাকে পেতেই হবে। যা আমি পাবার যোগ্য না তাও আমাকে পেতে হবে। কিন্তু পেতে হবে কেন? আর পেলেই বা কি হবে? আমি তো আমার সময়টাকে ফিরে পাব না। তখনকার যে অনুভুতি ছিল তাও ফিরে পাব না! আমাকে রক্ষা কর! হারিয়ে যাওয়া সময় গুলো ফিরে এসো না।

আমি বহন করতে পারব না। আমার ওজন কমে গেছে। আমার মনটাও ভেঙ্গে গেছে। আমাকে তোমার পছন্দ হবে না। আমাকে একা থাকতে দাও।

আমি সব ভুলতে চাই, আমাকে কোন কিছুই মনে করিয়ে দিতে হবে না। ওটা তোমার দায়িত্তের মধ্যে পরে না। তুমি শুধু জেনে রাখো আমি মৃতও নই, পরাজিতও নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।