আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতির পর

দূর! - ঐ যে, ঐ বাসাটায় ঈদের কয়েকদিন আগে ডাকাত পড়েছিলো৷ আমি শুনে আঁতকে উঠি৷ আঁতকে উঠে বলি- কি সর্বনাশ! কোথায়, কোন বাসায়? - ঐ যে দূরে ছয়তলা বাসাটা দেখা যাচ্ছে না? ঐটায়৷ - তারপর? - তারপর আর কি৷ ডাকাতি করলো৷ কিন্তু ডাকাতি করার সময় বাসার লোকদের সাথে ওদের কি নিয়ে যেনো ঝামেলা বেঁধে যায়৷ ঐ বাসার এক বৌয়ের কোলে পাঁচ মাস বয়সী একটা বাচ্চা ছিলো৷ এক ডাকাত দা দিয়ে সেই বাচ্চাটাকে কোপ মারে৷ - হায় আল্লাহ! - না, বাচ্চাটার গায়ে কোপ লাগেনি৷ বাচ্চাটার দাদি কোপটা ঠেকাতে যায়, তখন কোপটা গিয়ে পড়ে দাদির হাতের উপর৷ হাতটা দু'টুকরো হয়ে যায়৷ আমি কিছু বলি না৷ স্তব্ধ হয়ে চেয়ে থাকি৷ - ঈদের পরে ওরা বাসা ছেড়ে চলে গেছে৷ আমি মাথা নাড়ি৷ ওরা কোথায় গেছে জানতে চাই না৷ আমি জানি, আসলে ওদের কোথাও যাওয়ার নেই৷ কোথায় যাবে ওরা? কোথায় আছে তেমন নিরাপদ পৃথিবী? ঘুরেফিরে ওরা আবার এমনই এক নরকে যাবে৷ অনেক কষ্ট করে সেই নরকে এক স্বর্গ গড়ে তোলার চেষ্টা করবে৷ তারপর, আবার কোনো এক রূপোরাঙা দুপুরে ওরা দেখবে, তাদের সেই ছোট্ট ঘরে হানা দিয়েছে নরকের কীট৷ নিজেদের বিষাক্ত দাঁত বের করে সেই কীটগুলো ছোবল দিচ্ছে পাঁচ মাস বয়সী ছোট্ট শিশুটির গায়ে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.