আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতির জীবন আর নয়

ভারত মহাসাগরের বিশাল অঞ্চলের ত্রাস ছিলেন তিনি। ডাকাতি, জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায়ই ছিল তাঁর পেশা। এখন তিনি লুটপাট ছেড়ে দিয়েছেন, ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। জাহাজ ছিনতাই বাদ দিয়ে ব্যবসায় মনোযোগী হয়েছেন। শুধু তা-ই নয়, অন্যদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাখছেন বড় ধরনের ভূমিকা।


জলদস্যু দলের সাবেক এই সর্দারের নাম মোহাম্মেদ আবদি হাসান। ‘আফউইন’ বা ‘রাক্ষস’ হিসেবে তিনি বেশি পরিচিত। তিনি এখন নিজেকে ‘ডাকাতবিরোধী কর্মকর্তা’ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, প্রায় এক হাজার শিশুকে তিনি ডাকাতি ছাড়তে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা শিশুদের দস্যুতা ছাড়তে কাজ করছি।

ফলও পেয়েছি। এলাকায় গিয়ে পুরুষ লোকজনকে সাগরে না পাঠানোর পরামর্শ দিচ্ছি। ’ তিনি বলেন, ‘যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। সাবেক জলদস্যুদের জেলে, কৃষক, ব্যবসায়ী বা অন্য কোনো পেশায় ফিরিয়ে আনতে এখন আমাদের আর্থিক সহায়তা দরকার। ’
গত বছর জাতিসংঘের একটি প্রতিবেদনে হাসানকে সোমালিয়ার ‘অন্যতম সবচেয়ে কুখ্যাত ও প্রভাবশালী নেতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

সোমালিয়ার উপকূল থেকে ভারত মহাসাগরে বেশ কয়েক বছর ধরে ব্যাপক জলদস্যুতা শুরু হয়। এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.