আমাদের কথা খুঁজে নিন

   

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

শনিবার গভীর রাতে তাড়াশ উপজেলার মহিষলুটি ও খালকুলা এলাকার মধ্যবর্তী স্থানে মহাসড়ক থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া মহল্লার মৃত কোবাদ আলীর ছেলে মিঠু (২৫), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পারভেজ (২৪) ও আব্দুল মজিদের ছেলে জাহিদ (২২)। 
তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০/১২ জনের ডাকাতদল মহাসড়কে চলাচল করা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মহাসড়কে টহলরত পুলিশ সেখানে পৌঁছলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ওই সময় তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ক্ষুর ও গতিরোধের জন্য ব্যবহৃত তারকাঁটা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.