আমাদের কথা খুঁজে নিন

   

বিকল্প ধারা বিকল্প হয়ে রইলো 

বিকল্প ধারা বাকী জীবন বিকল্প হয়েই থাকবে । বিকল্প ধারা এক সময় ছিলো আওয়ামী লীগের সাথে । নতুন করে এখন শুনি বিকল্প ধারা আবার বিএনপির সাথে থাকবে । ভবিষ্যতে হয়তো আবার শুনতে পারবো বিকল্প ধারা আওয়ামী লীগের সাথে । এমন দল বদলাতে বদলাতে ওরা বাংলাদেশের বিকল্প বিরোধি দল হিসাবে কিংবা বিকল্প সহযোগী রাজনৈতিক দল হিসাবে বিশেষ পরিচিতি লাভ করবে ।

কারন যারা নীতি ঠিক রাখতে পারে না তাদের অবস্থান রাজনীতিতে চীর কাল সহযোগী দল হিসাবেই থাকে । যদি অন্য দলের সমর্থন ছাড়া বাংলাদেশে রাজনীতি করবার করার সামর্থ না থাকে তবে রাজনীতি হইতে দল সহ অবসর গ্রহন করা উচিত ।  এমন ধরনের রাজনৈতিক দলও বিলুপ্ত হওয়া উচিৎ । কেউতো বলেনি যেহেতু দল গঠন করেছিলেন সেহেতু সাড়া জীবন রাজনৈতিক দলের কার্য্যক্রম চালাইয়া যাইতে হবে কিংবা প্রয়োজনে অন্য রাজনৈতিক দলের সহযোগী রাজনৈতিক দল হিসাবে সমর্থন দিয়া যাইতে হইবে ।   সহযোগী রাজনৈতিক দল হিসাবে অন্য কোন দলের সাথে রাজনীতি করতে গেলে উক্ত দলেরই উপকার হইবে কিন্তু নিজের দলের উপকার হবে না ।

এমন রাজনৈতিক দল সাড়া জীবন অন্য দলের উপকার করিয়া যায় ।  কিন্তু নিজের এবং দেশের কখনো কোন উপকার হয় না । প্রয়োজনে ইতিহাস হইতে অথবা এশিয়া মহাদেশের গনতন্ত্র চর্চাকারী কোন দেশের এমন রাজনৈতিক দলের দলছুট কিংবা মূল রাজনৈতিক দল হইতে বিতাড়িত হইয়া নতুন গঠন করা রাজনৈতিক কোন দলের পক্ষে কোন দেশ সাশন করা সম্ভব হয় নাই । তাদের দ্বারা শুধু অন্য রাজনৈতিক দলের সহযোগী দল হওয়াই সম্ভব ।  তাদের দ্বারা অন্য রাজনৈতিক দলের উপকার হয় ।

 এই রাজনৈতিক দল গঠন কালে দেশের প্রেক্ষাপট এবং দেশের বতমার্ন প্রেক্ষাপট বিবেচনা করা উচিৎ । যে রাজনৈতিক দল দেশের মানুষের শ্রুদ্ধাবোধ মূল্যায়ীত করে না , সুবিধানুযায়ী মত পাল্টায় সে রাজনৈতিক দল অবশ্যই দেশের মানুষের নিকট প্রশ্ন বোধক হয়ে যায় ।   একদিন যাদের মন্দ বলেছিলেন আজ আবার তাদেরকে হাত ধরে টেনে উপরে উঠাতে চাইছেন । একদিন যারা রেললাইন দেখিয়েছিলো আজ তাদেরই রেলের উপরে চড়ে বাকীটা পথ অতিক্রম করতে চাওয়া আরও বেশী প্রশ্ন বোধক ।  একদিন যারা রেল লাইনের উপর দিয়ে দৌড়াতে শিখালো আজ তাদের জন্য দৌড়ানোটা স্বাভবিক ।

কিন্তু ভাল হতো যদি তাদের শেখানো দৌড় দেশের উন্নয়নের কাজে লাগতো ।   এত সহজে দল বদলানো লোক/প্রতিষ্ঠানের প্রতি সকলের চিন্তা ভাবনা অন্য রকম হয়ে যায় ।  যাদের মন্দ বলা হয়েছে তারা সবসময় মন্দ থাকবে এটাই স্বাভাবিক । আজ আবার তারা এত ভাল হয় কিভাবে যে তাদের বন্ধুত্ব প্রয়োজন ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।