শফিক হাসান সব শব্দেরই এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। প্রতিশব্দে না গিয়েও যদি আমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করি; যাদের ভিন্ন নামে ডাকলেও খুব একটা ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্য তা যদি নামের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়! তাতে চিনতে বেগ পেতে হওয়ার কথা নয়, উল্টো আরও সুবিধা! দেখা যাক_ পেশা, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদির দ্বৈরথে কেমন দাঁড়ায় প্রতি (নাম) শব্দ! রাজনীতিবিদ : অভিনেতা অভিনেতা : তোতাপাখি মডেল : ক্যানভাসার ক্যানভাসার : মিথ্যাবাদী সম্পাদক : সংকলক সংকলক : সংগ্রাহক সংগ্রাহক : গবেষক গবেষক : কাটপেস্ট প্রেমিক : ভ্রমর প্রেমিকা : দুধের মাছি মন্ত্রী : টাকার কুমির পুলিশ : লর্ড অব ক্রাইম ডাক্তার : হাড়গিলে ব্যবসায়ী : ভেজাল হলুদ সাংবাদিক : রংবাজ রংবাজ : কাণ্ডজ্ঞানহীন আরজে : বাচাল ছাত্রনেতা : বিপ্লবী (!) চেয়ারম্যান : গম বিটিভির সংবাদপাঠক : তেলবাজ নায়ক : সুপারম্যান নায়িকা : বস্ত্র-কাঙালিনী রাজাকার : খবিস রাজনৈতিক নেতা : ক্লাউন ব্যান্ড গায়ক : গুলিস্তানের হকার ক্রিকেটার : বিড়াল ফুটবলার : দৌড়বিদ র্যাব : গল্পকার (রূপকথা) ঘরজামাই : অমেরুদণ্ডী বিজ্ঞানী : সূত্র সরকারি কর্মকর্তা : ছত্রিশ মাসে বছর পাঁড়-পাঠক : উইপোকা কবি : কুশব্দ সিএনজি ড্রাইভার : দশ টাকা প্লাস স্পিকার : মাইক প্রধানমন্ত্রী : সর্বকন্যা সাংসদ : ভাষাপুত্র এসপি : লাইসেন্সধারী মাস্তান কাজের ছেলে : আবদুল কাজের বুয়া : রহিমার মা সাংসদপুত্র : জোর যার মুল্লুক তার প্রযুক্তিবিদ : অ্যাট দ্য রেট অব @ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী : টাকায় কিনি বিদ্যাধন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক : এ আমার গোপন পরিচয় আমলা : ফিতাবন্দি ফাইল আমজনতা : ছাইড়া দে মা কাইন্দা বাঁচি ফান ম্যাগাজিন সম্পাদক : সাম্প্রতিক ইস্যু ফান ম্যাগাজিন লেখক : ছিদ্রান্বেষী ফান ম্যাগাজিন পাঠক : রসসন্ধানী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।