আজ আমার অনেক কিছু আছে। অনেক ফ্রেন্ড,আগের সেই আমি ও আর নাই। খুব সুন্দর করে কথা বলা শিখে গেসি,কিন্তু প্রথম যেদিন তোমার জন্য আয়নায় ট্রায়াল দিসিলাম ওইটার কোন বিকল্প আমি ক্যান পাইনা?আমি বিকল্প চাই। জানো শুনলাম আমার বিকল্প হিসাবে যে মানুষ টার সাথে আজ তোমার বিয়ে হচ্ছে সে নাকি অনেক সুন্দর দেখতে। যে কষ্ট করে একটা টাকা তোমাকে দিয়ে বলতাম যাও যা ভালো লাগে কর,আজ হয়ত না চাইতেই সেটা পাবা কিন্তু প্রথম যেদিন আমার কাছ থেকে পেয়ে পা ছুঁয়ে সালাম করসিলা ওইটার বিকল্প কি বলে যাও?বেসুরা গলায় গান গাইতে গাইতে আজ যখন গলায় একটু সুর খুঁজে পাই তখন তুমি নেই।
শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে থাকতে চাই। তোমার বিয়েতে গান গাওয়ার সুযোগ কি হবে?ফী লাগবে না। এমনি গাবো। বিয়ের সাজে নিশ্চয়ই তোমাকে অনেক সুন্দর লাগতেসে। ঠিক ই তো আমার মত বাজে চেহারার ছেলে তোমার পাশে মানাবে না বলেই তো তুমি চলে গেলা।
দুঃখ শুধু একটাই আমার পুরানো শার্ট গুলো অনেক জমে গেসে...কাউকে দিতে পারিনা আমি,দিতে চাইও না। আজ আর ভাত খেতে ইচ্ছা করেনা একা একা...ডিম ভাজা নিয়ে মারামারি করা হয় না কারো সাথে......শুধু বলব আমার দোয়া রইলো। ভালো থেকো। পৃথিবীতে সবকিছুর বিকল্প হয়না যেমনটা মৃত্যুর কোন বিকল্প নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।