http://www.somewhereinblog.net/blog/Paranoid
তুমি নেশার মত ভালো হলে,
ছলে বলে সুকৌশলে
আমাকে রেখো কুশলে
আমার কী আর ভাগ্যি লেখা
নৃত্যরতা চাঁদ কন্যায়?
আমি ওসবে ভুলছি না
খালি এ্যাশট্রেটা জানে
আমার সকল অন্যায়।
দেহের সাথে মিললে দেহ
আগুন জ্বলে নেই সন্দেহ
এই শীতে আর ওম পাবো কই
কার কাছে যাবো?
হস্তশিল্প চর্চা করে
চামড়ানলে জ্বলবে অনল
দেখ, মৃত টিয়া পাখির মুখে
ফুটছে কেমন বোল!
তুমি ধোঁয়ার মত আবছা হলে
এসো বরং মিথ্যে বলে
বাসার সবাই মৃত গরলে
আমার বাসায় কেউ থাকে না
ধোঁয়া এবং অগ্নিতরল
আমার মতো কেউ চেনে না
ওরা ভীষণ দিচ্ছে বাঁধা
তুমি এলে পরে নাকি
থাকবে না আর কিছু বাকি
এইটুকু রহস্য আমার থাক-
চাঁদপনা মেয়ে যাওগে তুমি
ছেড়ে আমার ধুম্রভূমি
তোমার অভিশাপেই আমি
হচ্ছি পুড়ে খাক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।