আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় কলেজছাত্রের লাশ উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে মিনহাজুল ফারুক গামা (২৫) নামের ওই ছাত্রের লাশ সদর উপজেলার সালেবাজ গ্রামের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ।
তিনি নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের রফিকুল ইসলাম ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ওই গ্রামের বাঁশঝাড়ের ভেতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“এ সময় লাশের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানান তিনি। এ ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় জলন্ত সিগারেটের আগুন দিয়ে ঝলসে দেয়ার দাগও দেখা গেছে।”
তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.