নওগাঁর ধামইরহাট থেকে ৩ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতের নাম উমর আলী ওরফে কাছু (৩৫)। সে উপজেলার চকপোশা গ্রামের মৃত আলাবক্স মন্ডলের ছেলে।
এ বিষয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আব্দুর রহিম জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিতকিডাঙ্গা গ্রামে অভিযান চালানোকালীন সময়ে হরিতকিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিম পাশ থেকে ৩ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ উক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।