নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-পোরশা সড়কের কুঞ্জবন নামক স্থানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
আজ বেলা ১১ টার দিকে বিজিবি ৪৬ ব্যটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তা উদ্ধার করেন।
৪৬ বিজিবি'র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুঞ্জবন মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হলে সিটের নিচে পলি ব্যাগে মোড়ানো অবস্থায় উক্ত পরিমান হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
তিনি আরও জানান, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে এনে পোরশা এলাকা থেকে রাজধানী শহরে ওই হেরোইন নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।