আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় চার পরিবার সমাজচ্যুত

কালিগ্রাম ইউনিয়নের বেলঘরিয়া কাচারীপাড়া গ্রামের গোপেশ্বর চন্দ্র প্রামাণিক ও তার তিন ভাইয়ের পরিবারের সঙ্গে মঙ্গলবার থেকে সমাজের কেউ সম্পর্ক রাখছে না।
শুক্রবার বিষয়টি এলাকায় জানাজানি হলে সাংবাদিকরা জানতে পারেন।
এলাকাবাসী জানায়, গোপেশ্বর চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশী গৌর চন্দ্র প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
গৌর চন্দ্র প্রামাণিকের উদ্যোগে গত ৩ এপ্রিল গ্রামে একটি সালিশ বৈঠকে হয়। বৈঠকে গোপেশ্বর হিন্দু ও মুসলিম দুই সমাজের লোকজন নিয়ে সালিশ বৈঠক করার জন্য হিন্দু সমাজপতিদের কাছে লিখিত আবেদন করেন।
গোপেশ্বর বলেন, এটা না মেনে সোমবার (২৯ এপ্রিল) রাতে গ্রামে সালিশ বৈঠক করে তাদেরকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেন যুধিষ্টি চন্দ্র মাতবর এবং তার সঙ্গী স্বর্ণকমল, হেমন্ত, জগদীস, সন্তোষসহ আরো কয়েকজন।
যুধিষ্ঠির চন্দ্র বলেন, সমাজের শৃংখলা রক্ষার্থে তাদের সমাজচ্যুত করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহারিয়ার খাঁন বলেন, “আজই সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।”
এ বিষয়ে বিস্তারিত জানতে ওই সমাজপতিদের থানায় আসতে বলা হয়েছে, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.