নওগাঁর সাপাহার উপজেলার বিন্যাকুড়ী আদিবাসী পাড়ার রাস্তার পাশে আম বাগান থেকে বিশ্বনাথ (১৮) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, আজ সকালে বিন্যাকুড়ী আদিবাসী পাড়ার সানজিলা মুরমু ওরফে লড়কুর ছেলে বিশ্বনাথের লাশ একটি আম বাগানের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার ওসি নূর ইসলাম ও এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে বিশ্বনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় লোকজনের ধারনা বিশ্বনাথকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি নূর ইসলাম জানান, লাশ ময়না তদনে্তর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত হাতে পেলেই সঠিক ঘটনা জানা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।