নওগাঁ শহরের বিএমসি মহিলা কলেজের সামনে থেকে ১৩টি ৫শ টাকা জাল নোটসহ জাল নোট চক্রের প্রধান ফরিদ উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই অরবিন্দ সরকার ও এএসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি টিম শহরের বিএমসি মহিলা কলেজের সামনে ফরিদ উদ্দিকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৩টি ৫শ টাকা জাল নোট উদ্ধার করে। আটকৃকত ফরিদ উদ্দিন সদর উপজেলার চকচাপাই গ্রামের মুংলা শার ছেলে।
পুলিশ জানায়, আটক ফরিদ উদ্দিন সঙ্গীয় লোকজন নিয়ে দীর্ঘদিন থেকে গোপনে জাল নোটের ব্যবসা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ উদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছে যে, তিনি বিগত কয়েক বছর ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মহসিন আলীর কাছে থেকে প্রতিটি ৫শ টাকার জাল নোট নগদ ১২০ টাকায় ক্রয় করে বিভিন্ন বাজারে চালিয়ে আসছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।