আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় কৃষক খুন

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়াহাটে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন (৩৫) বিপ্রবোয়ালিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
ওসি বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জেরে মুকুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, মুকুল হাটের একটি চায়ের দোকানে বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন। সন্ত্রাসীরা প্রথমে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা মুকুলকে গলা কেটে হত্যা করে।
আশেপাশের লোকজন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আরো ৩ জনকে ছুরি মেরে ওই এলাকা ত্যাগ করে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.