আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর রানীনগর থানা পুলিশ সুশিল চন্দ্র প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের গলায় রশি লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার জলকৈ রায়পুরা গুচ্ছ গ্রামে।
 
জানা গেছে, গতকাল রাতে খাবার খেয়ে সুশিল চন্দ্র গ্রামের মধ্যে তার আর একটি বাড়ী থেকে গুচ্ছ গ্রামের বাড়ীতে ঘুমাতে যায়। আজ সকালে ভাত খাওয়ার জন্য পরিবারের লোকজন ডাকতে আসলে তাকে ঘরের মধ্যে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে।
 
সুশিল চন্দ্রের ছেলে অদৈত্য জানান, তার বাবার মাথার সমস্যা থাকার কারনে তিনি আত্নহত্যা করেছেন।
 
এ বিষয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, ওই ঘরের তিরের সাথে গলায় দড়ি লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদনে্তর জন্য নওগঁা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.