আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় বজ্রপাতে নিহত ২

নওগাঁর সাপাহারে বজ্রপাতে মালিক-শ্রমিকসহ নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকালে উপজেলার দিঘীর হাট এলাকায়।
 
জানা গেছে, বিকালে উপজেলার দিঘীর হাট মুর্শিদা মিরাপাড়া গ্রামের মৃত নাজির হোসেনের পুত্র আনোয়ার হোসেন (৩০) কিছু আদিবাসী মহিলা কাজের লোক নিয়ে গ্রামের পার্শ্বের এক ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিল। এমতাবস্থায় হঠাত্ বৃষ্টির সাথে আকাশ হতে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মালিক আনোয়ার হোসেন ও কাজের লোক শ্রীমতি বুধুনী বেওয়া (৩৫) মারা যায়। নিহত বুধুনী দিঘীর হাটের মৃত শুকু লাল চৌকিদারের স্ত্রী।
 
এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের ছোরা লেগে সুরুজ মনি (৪২), লবানী (৩৫), ও মঙ্গলী রানী (৩২) নামে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.