চোখ বুজলেই মনে হয়--- ছুঁয়ে গেল সে আলতো ভালোবাসায় ... তার তির্যক চাহনী, তর্জনীর স্পর্শ, বুনো উল্লাস আর অস্হিরতার লুকোচুরি .... সবই যেন অনুভূতির প্রলেপ ভেঙ্গে দিতে চায় । মনে হয় আর নয় ; আর নয় নিজস্বতা---- আর নয় নিজেকে শক্ত শেকলে আষ্ঠে পিষ্ঠে বেধে রাখা... আর নয় অমুক্ত আচ্ছাদন । মাঝে মাঝেই মনে হয় ;টপকে যাই দ্বীধার প্রাচীর সংশয় ছেড়ে খুঁজে নেই আশ্রয় ভালোলাগায়--- ইচ্ছেগুলোকে প্রশ্রয়ে-আশ্রয়ে সজীব করে তুলি .. ইচ্ছে হয় নিয়ম ভাঙ্গার নিয়ম গড়ি.... পরক্ষনেই সংকোচে সংকুচিত হয়ে যাই.... আকস্মিক সংশয় নিজেকে নিয়ে যায় ফিরিয়ে নিজস্ব চেম্বারে........ মাঝে মাঝেই আমার রুগ্ন অক্ষমতাগুলো তাড়িয়ে ফেরে আমায় ..... নিমগ্নতা ভেঙ্গে হয় খান্ ...খান্... ছিন্ন ভিন্ন হৃদয় ভরে যায় সংকীর্ণতায়.. নিষ্ফল স্বপ্নবিলাসে আমি যেন আমিত্ব হারাই ... মনে হয় ,আমি যেন প্রতারিত মিথ্যে আবেসে.... হৃদয়টা এতটুকু হয়ে যায়.... শূণ্যতা কাঁদে নির্ভীক উচ্ছারনে.. নেই ..নেই ....কোথ্থাও নেই..... কোথ্থাও নেই তার স্নিগ্ধ বিচরণ..... দ্বীধাহীন আকুতি -- চাই তাকে ঠিক এখানে ......হৃদয় যেখানে.... এ যেন , না পাওয়ার বেদনার মাঝে ডুবে ডুবে আবার জেগে ওঠা......।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।