কী যেন বলকে ওঠে ঘোর লাগা বাতাসের মন্ত্রণায়
অপেক্ষাচিহ্নিত করে রুদ্ধচাপে কেঁপে ওঠে পাড়া
সময় বিস্রস্ত হয়ে মায়োপিক চোখ ছুঁয়ে যায়
মুখ বুজে পড়ে থাকে আমার সমস্ত সংজ্ঞাধারা-
কোথায় অলক্ষে সরে যা্য চাঁদ-শীর্ণ অন্তরীপ
সরে যায় বিপর্যয়ী হাওয়া অরূপ শরীর
তবু খিন্ন বটমূলে কে জ্বালায় মঙ্গল প্রদীপ
অলীক আ্শ্বাসে-থরোথরো অস্থির অধীর?
কী তবু কে তবু খুঁজে ফেরে প্রেম ফ্যাকাশে ফিরোজা
খিল-আঁটা তন্দ্রাহীন একমাত্র নিমগ্ন দরোজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।