পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"
হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগর নদী থেকে বাবুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে বিজিবি। বুধবার বিকেল ৩টায় নাগর নদী থেকে হরিপুরের ডাবরী ক্যাম্পের বিজিবি সদস্য ও এলাকাবাসী বাবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে। বিজিবির মলানী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিরাজউদ্দীন জানান, ডাবরী সীমান্তের ৩৭০/৩ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাবুল হোসেনের লাশ নাগর নদীতে ভেসে আসে। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।
হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানান, বাবুল হোসেনসহ কয়েক ব্যক্তি নাগর নদীতে মাছ ধরতে যায়।
একপর্যায়ে তারা নদীর ভারতীয় অংশে চলে যায়। এসময় ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটকের চেষ্টা করে। বিএসএফ তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে থাকে। পাথরের আঘাতে বাবুল হোসেনের মাথা ফেটে যায় ও নদীতে ডুবে যায়। মাছ ধরার জাল ফেলে অন্যরা পালিয়ে আসে।
নিহত বাবুল হোসেনের পিতা হরিপুর উপজেলার গেড়ুয়াডাঙ্গী গ্রামের শুকুরউদ্দিন জানান, তার পুত্র বাবুল হোসেন, ঐ গ্রামের জনাব আলী ও রবিউল আলম ৩ জন মাছ মারতে নাগর নদীতে যায়। বিএসএফ পাথর ছুঁড়ে তার পুত্রকে হত্যা করেছে। তবে জনাব আলী ও রবিউল আলম পালিয়ে আসতে পেরেছে।
বিজিবির ঠাকুরগাঁও ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহমান জানান, বিএসএফ বাবুল হোসেনকে হত্যা করেছে কি-না তা বলা যাচ্ছে না। তবে লাশ পেয়ে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ওসি জানান, ঘটনার বর্ণনা দিয়ে বাবুল হোসেনের পিতা হরিপুর থানায় একটি এজাহার করেছেন। পুলিশ ইউডি মামলা হিসাবে রেকর্ড করেছে। গতকাল বৃহস্পতিবার বাবুল হোসেনের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে।
সূত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।