আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির বিবেক কি কোনদিনও জাগ্রত হবে না?

crw-rw-rw- 1 root root 1 /dev/hell ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে নানা প্রকার উন্নয়নমূলক () কর্মসূচি নিয়েছেন, যেমন, ফ্রীল্যান্সারদের ওপর ট্যাক্স বাড়ানো...ইত্যাদি। সম্প্রতি কালে তাঁরা ঘোষণা করে, সাধারণ মানুষের নাগালের মধ্যে DOEL ল্যাপটপ বের করা হবে। কিন্তু, সমস্যা দেখা দিল এর অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার নিয়ে। আপনারা অভ্রনীল, শামীম ভাই ইত্যাদি ব্লগারদের কল্যাণে হয়ত ওপেনসোর্স সফটওয়্যার এবং লিনাক্স নিয়ে অন্তত কিছু জানেন।

মালয়েশিয়া থেকে আসা ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তাব করেন যে, আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপটে উবুন্টু লিনাক্সের মত ওপেনসোর্স অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি উপযুক্ত। কম হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট, বিনামূল্যে প্রাপ্তি এবং এদেশে অনেক ব্যবহারকারী থাকায় সাপোর্ট সহজে পাওয়া যায়। কিন্তু, একজন অভিজ্ঞ সরকারী সরকারী কর্মকতা বলেন, "উবানটোর মত ফ্রী সফটওয়্যার দিলে ল্যাপটপের মান নিয়ে প্রশ্ন আসতে পারে"। এখানে আমার প্রশ্ন হল, উক্ত সরকারী কর্মকর্তার কি ওপেনসোর্স সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রয়েছে? প্রিয় পাঠক, এই সুযোগে বলে রাখি যে, সামহোয়্যারইন ব্লগ কিন্তু Drupal নামের একটি সফটওয়্যার ব্যবহার করে, যা কিন্তু উবুন্টু লিনাক্সের মতই ফ্রী এবং ওপেনসোর্স। আপনার কি সামুকে কম মানসম্পন্ন মনে হয়েছে? আমি মানছি যে, সামুর ডেভেলপার টিম Drupal কে অনেক ঘষামাজা করে সামু তৈরী করেছেন।

আমাদের দেশের সরকার কি সামান্য ঘষামাজা করেও উবুন্টু ব্যবহার করতে পারতো না? এই পোস্টের আসল খবর হল যে, বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী সোজাসুজি বিল গেটসের কাছে চিঠি লিখেছেন DOEL কম্পিউটারের জন্য উইন্ডোজ ভিক্ষা চেয়ে। আমার ভাষায় উত্তেজিত হবেন না। বিনামূল্যে উইন্ডোজ চাওয়া আর রাস্তায় বিনা পরিশ্রমে ভিক্ষা চাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। ডিজিটাল বাংলাদেশের ভিত যে ল্যাপটপ দিয়ে গড়া হবে, তা তৈরিতেই যদি আমরা ভিক্ষা পাওয়া সফটওয়্যার ব্যবহার করি, আমরা মাথা উঁচু করব কীভাবে? যদি বাংলাদেশ ভিক্ষা নিয়ে আসেও, উইন্ডোজ এক্সপির সকল প্রকার সাপোর্ট ২০১৪ সালে বন্ধ হয়ে যাবে। তাছাড়া সকলে উইন্ডোজ ৭ ব্যবহারে বেশি আগ্রহী হওয়ায় ল্যাপটপ কিনে আনা মাত্র উইন্ডোজ এক্সপি ফেলে দিয়ে ৭ ইন্সটল করে নিবে।

তাহলে, শুধু শুধু গোটা বিশ্বের সামনে এভাবে নিজেদের ছোট করার অর্থটা কি? ওনারা যদি উবুন্টুও দিয়ে দিতেন, যা ভালো না লাগত, ফেলে দিয়ে উইন্ডোজ ইন্সটল করে নিত, ব্যক্তিগত ব্যাপার। বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী কম খাওয়া, টয়লেটের সংখ্যা কমিয়ে খাদ্যের দাম কমানোর মত কিছু কৌতুক শেয়ার করে আমাদের হাজারো দুঃখ কষ্টের মধ্যেও একটু হাসার সুযোগ করে দেন। আমার মনে হয়, উক্ত সরকারী কর্মকর্তার বক্তব্য সেরকমই একটা কিছু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.