ঢাকা, অগাস্ট ১৬- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবি'র উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করেন।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। তবে ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রবেশপত্র প্রিন্ট নেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।
ভর্তি ফরমের দাম ৩০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://www.admission.univdhaka.edu) প্রতিটি ইউনিটের জন্য আলাদা নিয়মাবলী দেওয়া থাকবে।
সেখানে নির্দিষ্ট ইউনিটের সাইটে গিয়ে একজন আবেদনকারীকে 'অ্যাপ্লাই' মেন্যুতে ক্লিক করে নির্ধারিত ফরমে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম সংক্রান্ত তথ্য দিতে হবে।
এরপর আবেদনকারী তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম দেখতে পাবে। তথ্য সঠিক হলে 'কনফার্ম' বাটনে ক্লিক করে নির্ধারিত প্রক্রিয়ায় 'পে-স্লিপ' ডাউনলোড করতে পারবে।
পে-স্লিপে প্রয়োজনীয় তথ্য লেখার পর এর দুই অংশে আবেদনকারীর দুটি ছবি সংযুক্ত করতে হবে এবং সই করতে হবে। একটি অংশ আবেদনকারীর কাছে থাকবে, অন্যটি ব্যাংকে জমা দিতে হবে।
ব্যাংকে টাকা জমা দেওয়ার কমপক্ষে দুই দিন পর আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ওয়েবসাইটে গিয়ে 'অ্যাডমিট কার্ড' মেন্যুতে ক্লিক করে পে-স্লিপের পিন নম্বর টাইপ করতে হবে। পে-স্লিপে লাগানো ছবির অনুরূপ ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর প্রিভিউ দেখে মিলিয়ে নিয়ে 'গেট অ্যাডিমিট কার্ড' অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
জিসিই ও সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীদের পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ দিয়ে এ ফরম পূরণ করতে হবে।
বিভিন্ন ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা
ক-ইউনিট : মাধ্যমিক ও উচচ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) পাওয়া জিপিএর যোগফল অন্তত ৮ হতে হবে। খ ইউনিটের ক্ষেত্রে জিপিএর যোগফল ৭ এবং গ-ইউনিটের ক্ষেত্রে এই মান ৭.৫।
ঘ-ইউনিটে মানবিক শাখার ক্ষেত্রে অন্তত ৭, বিজ্ঞান শাখার ক্ষেত্রে অন্তত ৮, ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে অন্তত ৭.৫। ঘ-ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট অন্তত ৬ থাকতে হবে এবং কোনো বিষয়ে লেটার গ্রেড সি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে হলে গ্রহণযোগ্য হবে না।
চ-ইউনিটে মাধ্যমিক ও উচচ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) পাওয়া জিপিএর যোগফল অন্তত ৬।
জিসিই 'ও' লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং 'এ' লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে 'বি' গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে 'সি' গ্রেড পেতে হবে।
ক ইউনিটে ১৪ অক্টোবর, খ ইউনিটে ২১ অক্টোবর, গ ইউনিটে ২৮ অক্টোবর, ঘ ইউনিটে ১৮ নভেম্বর এবং চ ইউনিটে ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।