আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে ডিন নির্বাচনে নীল দল ৬টিতে বিজয়ী

অবিরাম ছুটে চলা পথ থেকে পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে নীল দল ৬টি অনুষদে বিজয়ী হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে বলে ডিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান জানিয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকদের নীল দল নয়টি অনুষদে প্রার্থী দেয়। এর মধ্যে ৬টি অনুষদে তারা বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ১০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি অনুষদে বিজয়ী হয়েছে।

নীল দলের বিজয়ীরা হলেন- বিজ্ঞান অনুষদে ড. মোহাম্মদ ইফসুফ আলী মোল্লা (রসায়ন)। তিনি পেয়েছেন ৭৬ ভোট। সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি বিভাগ)। তিনি পেয়েছেন ১১২ ভোট। জীববিজ্ঞান অনুষদে সহিদ আকতার হোসেন (মৃত্তিকা, পানি ও পরিবেশ) ৮৪ ভোট, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ) ২৪ ভোট, ইঞ্জিনিয়ারিং অনুষদে আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন) ৪৫ ভোট , চারুকলা অনুষদে অধ্যাপক ইমদাদুল হক মো. মতলুব আলী (অংকন ও চিত্রায়ন) ৩৬ ভোট।

সাদা দলের বিজয়ীরা হলেন- আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, আইন অনুষদে অধ্যাপক তসলিমা মনসুর, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ (ফিন্যান্স), ফার্মেসী অনুষদে অধ্যাপক হাবিবুর রহমান (ওষুধ প্রযুক্তি)। নীল দলের আহ্বায়ক ড. আনোয়ার হোসেন বলেন, নয়টিতে প্রার্থী দিয়ে ছয়টিতে বিপুল ভাবে বিজয়ী হয়েছি। এ সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে ধারা শুরু হয়েছে তা তরান্বিত করতে আমাদের সহকর্মীরা ভোট দিয়েছেন। তিনি বলেন, "এ বিজয় শুধু আমাদের নয়। এটা মুক্তিযুদ্ধের বিজয়।

" নির্বাচনের প্রতিক্রিয়ায় সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন বলেন, প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা চারটিতে বিজয়ী হয়েছি। তবে ফলাফল আরো ভালো হওয়া দরকার ছিল। তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে। " রির্টানিং অফিসার মিজানুর রহমান জানান, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১৩৫। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০১১ জন।

এর মধ্যে ২১টি ভোট বাতিল হয়েছে। নীল দল আইন অনুষদে কোনো প্রার্থী দেয়নি। একই অনুষদে সাদা দলপন্থী দুইজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। আইন অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক তসলিমা মনসুর। তাদের মধ্যে সাদা দল অধ্যাপক তসলিমা মনসুরকে সমর্থন করেছে বলে দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন জানিয়েছেন।

অন্যদিকে অধ্যাপক বোরহান উদ্দিন খান স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.