আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে 'গ' ইউনিটের ফল প্রকাশ

সব সময় সত্য বলার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে 'গ' ইউনিট এর অধীনে ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। রেজিস্টার ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে তিনি ফল ঘোষণা করেন। উপাচার্য জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এবছর পাশ করেছে ৭ হাজার ২২৮ জন।

গত ২৩ নভেম্বর ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এত অংংশগ্রহণ করে ৪১ হাজার ৪৮১ জন। তবে আবদেন করে ৪৭ হাজার ৬২১ জন। ্‌এ অনুষদে আসন রয়েছে ১ হাজার ৭৫ টি। পাশের হার ১৭.৪৩ %।

তিনি আরো জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিরীক্ষা ফি প্রদান করে উত্তরপত্র নিরীক্ষা করা যাবে। যারা কোটায় ভর্তির সুযোগ গ্রহণ করতে চায় তাদেরকেও ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর এই তারিখের মধ্যেই আবেদন করতে হবে। কৃতি শিক্ষার্থীদেরকে ২৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে স্টুডেন্টস ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করতে হবে। ভর্তি সংক্রন্ত্ম অন্যান্য তথ্য যথা সময়ে জানানো হবে। এছাড়া সাক্ষাৎকারের সময়সীমা পরে জানানো হবে বলে তিনি জানান।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড এ আজ টাঙ্গিয়ে দেওয়া হবে। 'গ'-ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ)। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.