আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে সাইকেল লেন হচ্ছে

সত্য প্রকাশে সংকোচহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকেল চালানোর জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সাইকেল একটি পরিবেশ বান্ধব যান। উন্নত বিশ্বের দেশগুলোর জনগণ সাইকেল চালিয়ে যাতায়াত করে। রোববার সকালে ক্যাম্পাসভিত্তিক সাইকেল সার্ভিস কর্মসূচির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পবা), বাংলাদেশ ইনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন), ডব্লিউ বি বি ট্রাস্ট, গ্রিন বেল্ট, ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যারয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ক্যাম্পাসভিত্তিক সাইকেল সার্ভিস কর্মসূচির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাইকেল চালান সুস্থ্য থাকুন শ্লোগানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, অ্যালামনাই’র নির্বাহি সদস্য ড. আজিজুন্নাহার ইসলাম, টিএসসির পরিচালক আলমগীর হোসেন ও জসিম উদ্দিন প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.