জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** জন্মেছি চার দেয়ালের মাঝে, মার কাছে শুনেছি তার দামাল ছেলেবেলার গল্প, কীভাবে আম চুরি করেছেন, কীভাবে নদীতে সাঁতার কেটেছেন, কীভাবে পাড়ার ছেলেদের পিটিয়ে শিক্ষা দিয়েছেন, কীভাবে সারাদিন হই হল্লার করে কাটিয়েছেন, বাবা বলতেন কি করে বন্ধুর মুরগি, ছাগল.... লুট করে ওই বন্ধু সহ উৎসব করেছেন, কীভাবে দল বেঁধে হাডুডু, ক্রিকেট খেলে শিরোপা এনেছেন, কি করে পাখি শিকার করেছেন, বড় বড় মাছ নস্যি ছিপ দিয়ে তুলেছেন, স্বপ্ন শুধু চোখে নিয়ে জানালার শিক ধরে দাঁড়িয়েছি, রাশি রাশি দূরের গাছের পাতাকে মনে মনে ছুঁয়েছি, বিরাট আকাশের এক কোনা দেখে অসীম আকাশের স্বপ্ন দেখেছি, তাইতো স্কুলে গেলে শুধু মন পড়ে থাকত কখন টিফিনের ঘন্টা বাজবে, কখন খেলতে যাব, মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠটা প্রকাণ্ড ছিল। চারবার দৌড়লে ঘন্টা পড়ে যেত। হমম অনেক খুশি না পেয়ে বড় হয়েছি কিছুটা অলীক স্বপ্নের মধ্যে। কিন্তু এখনকার শিশুদের দেখলে মনে হয়, ওরা আরও অসহায়, ওরা তো এই দামাল গল্পটাও শুনতে পারছে না। উপরন্তু কম্পিউটার গেম খেলে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে ততোধিক বঞ্চিত হয়ে বড় হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।