আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলা

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. স্মৃতির পাতা উল্টে দিলাম এক, দুই, তিন মনে পড়ে ছেলেবেলা রঙভরা সেই দিন খেলার সাথী অনেক ছিলো তুমি ছিলা কাছে লাফ দিতাম পুকুরেতে উঠে যেতাম গাছে। সেই তুমিটা আমার সাথে জন্মও এক মাসে তাই বুঝি বাপ এতো মিলে আজো আছো পাশে। শুক্রবারে ম্যাচ বলে তাই কমতি হতো নিঁদ তোমার কি তা পড়ে মনে ও বাবা ফরিদ? তুমি থাকো বিলেত এখন আমি মরুর দেশে নেটে তবু কও কথা কও আগের মতো হেসে। আমার মতো তোমার পরাণ গাঁয়ের পথে ঘুরে বুকের মাঝে নিদনপুরটা রইনা যতই দূরে। ওরে ফরিদ চাচা তুই তো আমার বন্ধু এবং আদরের এক বাছা। চলনা আবার যাই ফিরে যাই ন্যাংটাকালের দিনে কানামাছি খেল্লেও ঠিক নিতাম তোমায় চিনে। ভালো থাকিস বাপ সময় পেলে দিসরে বাজান স্মৃতির নদে ঝাঁপ। আর কি পাবো সোনালীদিন মিষ্টিমধুর স্মৃতি আগামিতে পুরাণ খুঁজুম এবং তারি প্রীতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।