জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে
মেলা দিন পর একটা কথা মনে পইড়া গেল। আগে কিছু কিছু ছড়া বলে বেড়াতাম। যদিও তার বেশীরভাগই ভুলে গেছি বড় বড় ঞ্জ্যানি বই এর পড়া মনে রাখতে রাখতে।হয়তো এইসব ছড়ার কোন মানে নাই তারপরও সবাই মিলে দল বেধে মাজাতে হাত দিয়ে চি?কার করে করে বলতাম।আসলেই সেই সব দিন গুলি অনেক মজার ছিল।সেই রকমই একটা ছড়া পুষ্টাইলাম আপনাদেরও যদি থাকে সেয়ার কইরেন...
ওয়ান টু থ্রি
পড়ে পেলাম বিড়ি
বিড়িতে নাই আগুন
পড়ে পেলাম বেগুন
বেগুনে নাই বিচি
পড়ে পেলাম কেচি
কেচিতে নাই ধার
পড়ে পেলাম হার
হারে নাই লকেট
পড়ে পেলাম পকেট
পকেটে নাই টাকা
কেমনে যাব ঢাকা
ঢাকার নাই গাড়ি
ফিরে এলাম বাড়ি
বাড়িতে নাই ভাত
.............(এই লাইনডা একলাই মনে মনে পইড়া লন)
(ফটুকডা আর্মির ট্রেনিং এ গিয়া তুলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।