আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলা ০৫

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

হরিৎ আকাশ দেখে দেখে সময় কেটে যায় মেঘের ভেলায় বৃষ্টি কেন উড়ে উড়ে যায়। হাজার রকম প্রশ্ন মনে কাকে বলি খুলে গোলাপ কেন লাল হল কি আছে এর মূলে। পাহাড় কেন এমন উঁচু বংশ কি তার বলো নদীর এমন খরস্রোতা মন কোথায় হারালো? আকাশ কেন এত উঁচু তারাগুলো দূরে হাট বাজারে রোজ কেন এত্ত মানুষ ঘুরে। বাবা কেন এমন বড় আমার মত নয় মামা কেন এমন বেকুব চুপচাপ রয়। ফড়িংগুলো কেন উড়ে নীল আকাশের নীলে শাপলা কেন ফুটে থাকে নদী এবং ঝিলে। কিসের টানে এত্ত মানুষ ছুটছে দিগ্বিদিক এত্ত বড় পৃথিবীটার কে দেয় রিযিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।