জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
(আমার ছেলেবেলার সকল বন্ধুদের করকমলে)
একটু একটু করে আমার দিন কেটে যায় বেশ
কখনো বা মন হর্ষ-মধুর কখনো বিষাদ-ক্লেশ।
বিকেলগুলো গড়ায় আমার ঝিলকা বিলের ধারে
পানকৌড়িদের উড়াউড়ি মাগরা নদীর পাড়ে।
মাছ ধরবার বায়না ছিল ছোট্ট বেলার দিন
এখন কি ফিরে পাবো শুধিতে সেই ঋণ।
গোল্লাছোটের বন্ধুরা আজ গোলকধাঁধায় ঘুরে
ছেলেবেলা এখন আমার অনেক অনেক দূরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।